IQNA

পর্ব- ১

ভিডিও | বিজয়ী কমান্ডারদের উপহার স্বরূপ ইরাকের বিশিষ্ট ক্বারির তিলাওয়াত

20:18 - January 03, 2021
সংবাদ: 2612059
তেহরান (ইনকা):  শহীদ কাসেম সোলাইমানী ও আবু মাহদী আল-মোহানদেস এবং তাদের সহযোদ্ধাদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইরাকের প্রসিদ্ধ ক্বারি রাফিয় আল-আমিরি এই শহীদদের উজ্জ্বল আত্মার প্রতি সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করে হাদিয়া করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা” কর্তৃক আয়োজিত “ইরাকে কুরআন তিলাওয়াত, বিজয়ী কমান্ডারদের আত্মার উপহার” অনুষ্ঠানের অংশ হিসেবে ইরাকি বিশিষ্ট ক্বারি ও সেদেশের শিয়া এন্ডোমেন্ট অফিসের আওতাধীন জাতীয় কুরআন কেন্দ্রের পরিচালক রাফিয় আল-আমিরি সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। 
 
ইরাকের এই বিশিষ্ট ক্বারি মনোমুগ্ধকর তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল: 
«وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ»
অনুবাদ: যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর। 

 

captcha